চাওয়া-পাওয়া আসে দোলার চলে
জীবন প্রবাহের দোদুল্যমান বেলায়,
আশার অনুরণনে মন কত কথা বলে
দুনিয়ার তুলাদন্ড ঘোরে ওজনের খেলায় ।
তবু নেই তো চাওয়া-পাওয়ার শেষ
অংক মিলাতে অবুঝেরা ক্ষান্ত হয় না অন্বেষণে,
শুভ মন্ত্রে শান্ত দুচোখের রেশ
অবিন্যস্ত অনুভূতিগুলোয় সিক্ত হয়ে ওঠে শুভ বরষণে ।।
*******