চাঁদের সোহাগে(ষড়ভুজ কবিতা)
________________________
মোহিনী চাঁদের ভেজা আলোয় সিক্ত মন,
ভেসে যায় স্নিগ্ধ ভালোবাসায় তারা দুজন।
সোনালী রঙিন ওড়নায় জড়ায় স্বপ্নের সোহাগ,
বিলাসী মধুর কলতানে গাঁথে সুর  বেহাগ ।
আকাশে জোছনার মুগ্ধ মায়া ভরা নির্মলতা,
বিমোহিত অপরূপ রূপের ছটায় প্রেমের সফলতা।।