ঘনায়মান সন্ধ্যায় পূর্ণিমার চাঁদে ভরে উঠেছে আকাশ
তার শুভ্র সুধার আচ্ছন্নতায় আপ্লুত হয় বাতাস ।
মনের উৎফুল্লতা আনে বরিষ ধারায় বসন্তের মাধুর্যতা ,
ভালোবাসার আবিরের মুগ্ধতায় মলিন হয় সকল কলুষতা ।
জ্যোৎস্না প্লাবনে স্নাত তারারা বলে কত কথা
মেঘেরা ছুটে চলে দুরান্তে নিয়ে যত আকুলতা,
চাঁদের সোনালি আলোর বিচ্ছুরনে আপ্লুত প্রেমের ব্যাকুলতা ।।