এসেছে দোল…..
শিমুল পলাশের  রঙে মন ভরে হরষে,
মেঘ-মল্লারে লেগেছে  সুরের বোল
চাঁদ- সোহাগে আবির লাগে স্নিগ্ধ পরশে ।

এসেছে দোল…..
চারিদিকে ছড়িয়ে পূর্ণিমার এক ঢাল চাঁদের সুধা,
উচ্ছ্বাসে উদ্বেলিত হয়ে উঠেছে আকাশের কোল
হঠাৎ রাঙানো ছায়ায় অন্ধকারাচ্ছন্ন চাঁদের প্রভা ।

এসেছে দোল……
রাঙিয়ে যাওয়া ফাগুন রঙ হারিয়ে যায় নব ছন্দে,
জোৎস্না প্লাবনে উড়ে যায় সোনালী চাদরের খোল
নৃত্যের তরঙ্গে গ্রহণ লাগে অনন্তে, চাঁদকে ছায়ায় রেখে দ্বন্দ্বে ।

এসেছে দোল…….
রাহুর গ্রাস থেকে যখন চাঁদ হল মুক্ত,
বাঁধভাঙ্গা খুশিতে প্রাণ হয়ে ওঠে কোমল
চাঁদের আলোয় ভরে আকাশ, দোল হোলি মিলে যায় যুক্ত ।।
                *