ব্যাঙের হবে বিয়ে
নাচছে বনের টিয়ে,
বুলবুলি সেজেছে মাথায় সবুজ ওড়না দিয়ে
পায়রা মশাই আসছে ছুটে ঘাসের টোপর নিয়ে ।

কাকের দল ধরেছে সানাইয়ের তান
কোকিলের ছানা গাইছে বিয়ের গান ।
ময়না এসে সাজায় বাসর
কাকাতুয়া বাজায় ঢোলক কাসর ।

কনে-ব্যাঙের বাড়ি দূর বহু দূর
লাল-চলিতে সেজেছে কনে খুবই মধুর ।
ব্যাঙ আসছে বর সেজে করে তিড়িং-বিড়িং
বরযাত্রীরা আসছে হরবোলা সুর তুলে ডিডিং-ডিডিং ।

জোনাকিরা সব সাজায় আলোর মালা
বাবুই-চড়ুই-শালিক ধরেছে বরণ-ডালা,
ব্যাঙের বিয়ের পরব এবার হোলো সারা
কনে নিয়ে ফিরতে সবাই এক পায়ে খাড়া ।।
       *********