বুনো ফুলের রাশি,
ছড়ায় মুখে হাসি ।

নানা রঙের কত,
ফোটে শত শত ।

নেই কোন কদর,  
প্রকৃতিই করে আদর ।।
     *****