রিমঝিম বৃষ্টিতে মাতে
বাদল মেয়ে নূপুর সাথে ।
বর্ষার গানে মল্লিকার সুবাসে
মন-ময়ুরী আনন্দে ভাসে ।