বৃষ্টি ঝরা শ্রাবণ ধারার খেলা,
আনন্দে মেঘেরা ছোটে সারা বেলা,
আকাশ চিরে বয় আলোর শিখা.....
অনুরাগের হিমেল বাতাসে ভালোবাসা লিখা,
রাগের পিনাকে বাজে বিছুরণের মেলা।।