বৃষ্টি ভেজা চোখের পাতায় কত স্বপ্নের জালবোনা
জলভরা মেঘের তানে কত নতুন স্বরলিপির আরাধনা,
বাউল বাতাস উদাসী মনে খোঁজে কারো ভালোবাসা
সুপ্ত কিশলয় উচ্ছ্বসিত, আনন্দে পরিতৃপ্ত সবুজ আশা,
সুখের আঙিনায় নিক্কন বাজে রুম ঝুম অপরূপ
জুঁই মল্লিকা কামিনীর সৌরভে ভাসে প্রশান্তি স্বরূপ
কপোত কপোতীর প্রেম রাগের মূর্ছনায় স্নিগ্ধতার রূপ ।।