বৃষ্টি খেলায় ( পঞ্চবান কবিতা )
----------------------------------++
বৃষ্টির  রিম ঝিম প্রেমের খেলা ----
ভাসায় আনন্দ প্লাবনে সারা বেলা ......
নূপুরের তালে বাজে মনের অনুরণ,
শুনে ভালোবাসার গানে বাতাসের কম্পণ.....
সজীবতার গানের অনুরাগে সবুজ মেলা।।