বৃষ্টি ঝরে অঝোর ধারায় আসিস মনে প্রাণে
রিমঝিম রিমঝিম গান শুনিয়ে বাধিস নতুন তানে ।
সকল কলুষতা যায় হারিয়ে তোর মধুর সুরে
সবুজ কিশলয়ের উচ্ছলতা মুগ্ধ সৌরভে যায় ভরে ।
ভালোবাসার মোহে কপোত কপোতিরা কত কথা কয়
জুঁই বেলির আনন্দে মধুর সুবাসে বায়ু বয়,
ক্লান্তির অবসান আকাশের অপরূপতার বন্ধনে জীবন সুধাময়।।