বসন্তের রাত
জ্যোৎস্না প্লাবনে মাত
রাত-জাগা চাঁদ স্নাত স্নিগ্ধতায়
ভালোবাসার আবির রাঙায় অপরূপ মুগ্ধতায় ।
রাত-জাগা পাখির মুক্ত হাসি
কিশলয়ের কলেবরে ফাগুণ-বাঁশি
প্রহর গোনে পলাশ, প্রস্ফুটিত হবে ভোরবেলায় ।