হৃদয়ের প্রাঙ্গণে লেগেছে দোল
এসেছে বসন্তের সমীরণে খুশির আমেজ
কৃষ্ণচূড়া রাধাচূড়ার লাল হলুদ বোল
হয়েছে অনুরাগের হিন্দোলে সবুজ সতেজ ।
রক্ত পলাশে ছড়ানো ভালবাসায়
কে যেন এঁকে যায় আল্পনা মনের অন্তরালে
জাল বুনে চলে হারানো সুখ-স্মৃতির আশায়
গাছের পাতার ঝিরি ঝিরি সুরের মায়াজালে ।
নীল আকাশে রোদ ঝলমলে প্রকৃতি-অন্তরের বিকাশে
কুহু কুহু রবে পিউকাঁহা ভরায় নব ছন্দের অঙ্গন
একরাশ আনন্দ হাসি আর রোমান্টিকতা প্রকাশে
কবির মুখর ছন্দে ভরে ওঠে কবিতার প্রাঙ্গণ ।