আজ অমর একুশে ফেব্রুয়ারি
আবার এসেছে সেই বসন্ত
যে বসন্তের ফাগুনে ঝরেছিল আগুন
ভূলুণ্ঠিত হয়েছিল পলাশ-শিমূলের লাল রঙ ।
বাহান্নর একুশের দিনেও ছিল বসন্ত
কোটি কোটি স্বপ্ন-চোখের প্রতিবাদী বসন্ত
যে বসন্তের আগুনে ঝলসেছিল সারা সমাজ
প্রকৃত প্রতিবাদের ঝড়ে দেশ হয়েছিল উত্তাল ।
মাতৃভাষা রক্ষাকারী মায়ের প্রতিবাদী সন্তানরা
সেদিন রেখেছিল তাদের প্রতিজ্ঞা
অত্যাচারী শাসকদলের বন্দুকের সামনে দিয়েছিল প্রাণ
তাজা রক্তের স্রোতে ভেসে, দিয়েছিল আত্মবলিদান ।
ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর হয়েছিল লালে লাল
ঝরে পড়েছিল তরতাজা বসন্তের ফুলগুলি
মায়ের কোল শূন্য করে একে একে চলে গিয়েছিল
সালাম, বরকত, রফিক আরও কত ভাষা শহীদ ।
এই বসন্ত-দিন মনে করিয়ে দেয় সেই বসন্ত-দিন
মায়ের ভাষা রক্ষা করার শপথের বসন্ত-দিন
যে বসন্তের বাতাসে ছড়িয়ে পড়েছিল বারুদের গন্ধ
একরাশ দুঃখ যন্ত্রণা নিয়ে গুমরে গুমরে কেঁদেছিল মা ।
মায়ের ভাষা, প্রাণের ভাষায় গর্বিত হয় বসন্তের একুশ
আশার প্রদীপ নিরন্তর প্রজ্বলিত প্রতিটি বাঙালীর অন্তরে
যে বসন্ত-দিনের গরিমায় আজও সে মহান
একুশে অমর হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপহারে ।
আজ অমর একুশে ফেব্রুয়ারি
আবার এসেছে সেই বসন্ত
যে বসন্তের ফাগুনে ঝরেছিল আগুন
ভূলুণ্ঠিত হয়েছিল পলাশ-শিমূলের লাল রঙ ।।