বসন্তের মোহময়ী রাত মেতে ওঠে শুভ্র স্নিগ্ধতায়
জ্যোৎস্না প্লাবনে ভাসিয়ে জয় করে হৃদয় মধুরতায়,
চাঁদ সারা রাত জেগে স্নাত হয় ক্লান্ততায়
ভালোবাসার রাগ অনুরাগ রাঙিয়ে যায় অপরূপ মুগ্ধতায়,
রাত জাগা পাখির মুক্ত হাসি চমকায় আঁধারবেলায়
ফাগুণ-বাঁশি বাজে সোনালি আবেশে কিশলয়ের খেলায়
প্রহর গোনে পলাশ, কখন প্রস্ফুটিত হবে ভোরবেলায় !