বসন্তের সুধায় ভরানো আকাশে,  
মনের মাধুরী আচ্ছন্ন হয় স্নিগ্ধ বাতাসে ।
অকষ্মাৎ সবকিছু চমকে দিয়ে,
দেবতা এলেন কালো মেঘ নিয়ে ।

ধূসর ধোঁয়ায় ছড়ানো ব্যাথায়,  
অশনি সংকেত আসে গভীর আকুলতায় ।
উঠলো ঝড় প্রবল নিনাদে,
কাঁপলো ধরণী  বজ্র-মেঘের বিবাদে ।

শুরু হল তাণ্ডব, সাথে বনরাজির আস্ফালন,  
হৃদয়ের গভীরে চলল ওলোট-পালোট উত্তোলন ।
নামল বৃষ্টি নব আশার অভিসারে,
হৃদয় জুড়ে ঝড় ওঠে ভালোবাসার সমাহারে ।।
          ****