বসন্তের বিদায় বেলায় শিমূলের হাসিতে ছড়ায় ভালবাসা
আগাম কালবোশেখির পূর্বাভাসে নতুন বছরের আগমনী আশা,
কচি আমের সবুজ সুরভিতে উদাসী বাউল মন
গ্রামের রাঙা পথের দু’ধারে বুনো ফুলের বন,
পাগল মেঘের চঞ্চল খেলায় মুক্ত আনন্দ আকাশ
সন্ধ্যা ছায়ার ধুসর রঙে অজানা সুর বাতাস
প্রশান্তির আলোর শিখা ভাষা খোঁজে, নতুনত্বের প্রকাশ ।।