বোশেখের শুভ লগনে উদ্ভাসিত নতুন দিনের আলো
ঘুচাও মলিনতা মনের কলুষতা, আশার প্রদীপ জ্বালো,
মায়ায় জড়ানো শতদলের হাসি ভ্রমরের গুঞ্জন-তানে
মুক্ত সমীরণ কল্লোলিনীর ছন্দে ভাসে নতুন গানে,
ঘৃত চন্দনের সৌরভে উদ্বেলিত আমন্ত্রণের বরণ ডালা
কৃষ্ণচূড়া রাধাচূড়া শিমূল গেঁথেছে শুভ চেতনার মালা,
এসো সবে একসাথে ঘুঁচাই অতীতের দাব- জ্বালা ।