বোশেখের দুপুর বেলা
তপ্ত রোদে ভাঙ্গে সব খেলা,
পুকুরে পড়ে টুপটাপ
আমের কুড়ি ঝুপঝাপ,
গাছের পাতায় শরীর ঢাকে পাখিরা সব,
'কিচির মিচির' আকাশে তোলে কলরব,
কাঠ-ফাঁটা মাটি আকাশ পানে চায়
যদি একফোঁটা বৃষ্টির দেখা পায় ।
                   *****