পুব আকাশের রক্তিম আভায়
ধীরে ধীরে পরিস্ফুটিত হয় আঁধার-মাখা আকাশ,
সোনালী রোদ্দুরের অনন্য ছোঁয়ায়  
পাখির গুঞ্জন বয়ে নিয়ে আসে নব দিনের বাতাস।

ফুল-ফল-গাছপালার মহিমা আর উদ্যমতায়
আবাল-বৃদ্ধ-বণিতা পায় নতুন উচ্ছলতা,
সারাটা দিন, সারাটা বছর এই ভাবে আসা-যাওয়ায়
জীবনকে ভাসিয়ে নিয়ে যায় অনেক অনুভূতি, বিহ্বলতা।

ক্যালেন্ডারের পাতা থেকে শেষ দিন খসার আগে
সে জানায় তার সিংহাসনে বসার সাদর আমন্ত্রণ,
আলো-আঁধারির খেলায় আরও একটি বছর মাতাতে
ক্যালেন্ডার করে নেয় নববর্ষ বরণ।

এই দিনে সে বলতে চায় তার বিচরণ ক্ষেত্র হবে
জল-স্থল-অন্তরীক্ষ, মরুদ্যান,
প্রকৃতির মাঝে রাষ্ট্র-সমাজ-জীবনেও ঠাঁই নেবে
জীবনের সুখ-দুঃখ, শান্তির উদ্যান।

এসো শপথ করি নতুন বছরের সন্ধিক্ষণে
ভবিষ্যতকে ভেবে ত্যাগ করি অতীতের যন্ত্রণা,
মনের মলিনতা, বিচ্ছেদের পরিসরে  
পরিত্যাগ করি সকল কুমন্ত্রণা।

প্রত্যাশা করি, ফুটুক মুখের ভাষা নতুন উদ্যমে
ঐক্যে বেঁধে গাঁথা হবে নতুন ঐক্যতানের সুর,  
জাগরুক হোক প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চারে
বিবেকবোধ মানবতাবোধ সরে থাকবেনা বহু দূর।।
       *****