একটু পরশে, মনের হরষে
তাকে চাই বার বার,
বনবিতানের সবুজ-সরসে
হৃদয় ভরানো আগমনী-বার্তা আসে তার ।
স্বপ্নাচ্ছন্নতায় কাটবে সারাবেলা
কালো পর্দার অন্তরালে জাগবে অনুরাগ,
বাজবে ডুমরু, নাচবে বাদল, সাথে ঝুমঝুম খেলা
প্রকৃতির ক্লান্তি ঘুঁচিয়ে মিটিয়ে দেবে সব বীতরাগ ।
জুঁই-চাঁপা-বেলির সুবাসে ভরপুর হয়ে উঠবে বাতাস
পাল্লার ভারিতে কম যাবে না বন-হাসনুহানা,
লহরীর তালে মেতে উঠবে মরা নদী আর আকাশ
ভালোবাসায় উথাল-পাথাল শাপলাদল হবে আনমনা ।
রিম-ঝিম-ঝিম, রিম-ঝিম-ঝিম নুপুরের নিক্কণে
জলের স্রোত পথ হারিয়ে যাবে বহু দুরে,
বর্ষা-রানী বাঁধবে তখন নিজের গান ক্ষণে-ক্ষণে
মোহিত করে তুলবে অপূর্ব ছন্দে, নতুন সুরে-সুরে ।।
*******