যখন বরষার মেঘ করে আনাগোনা
তখন আনন্দে-উচ্ছ্বাসে প্রাণ যায় ভরে,
যখন ছন্দে-সুরে শুরু হয় রাগ-রাগিনীর মাধুর্য বোনা
তখন ডাক দিতে ইচ্ছে করে "আয়রে সবাই ওরে" ।
মনে-মনে স্বপ্ন জাল বোনে
প্রকৃতি উচ্ছল হোক আনন্দের দিকপ্রান্তে,
জুঁই-বেলি-মল্লিকা সেজে ওঠে বনে-বনে
নতুন সাজে বাতাস ভরিয়ে তুলুক মৌ-মৌ বিভ্রান্তে ।
চমকায় বিদ্যুৎ, নামে রিমঝিম চটুলতায়
ভূমিতল হয় প্রেম-গুঞ্জনে দিশেহারা,
নিক্কনের তান বেজে যায় সুমধুরতায়
তপ্ততার অবসানে, মেঘমল্লারে সবাই হয় আত্মহারা।
সোদা মাটির গন্ধে পরিবেশ হয় উত্তাল
মন-মহুয়ার বিহ্বলতায় পাগল হয় ভালোবাসা,
রিম-ঝিম-ঝিম ধ্বনিতে মন হয় মাতাল
ধূসর-বাদল নিয়ে আসে অপরিসীম কাঙ্খিত আশা ।।
*****