মনের গহীন আকাশে
বন্ধু আছো চিরদিন,
বুক ভরা ভালবাসায়
থেকো সেথা  চির-আসীন ।

তোমার চলার পথে
আসবে সুখ-দুঃখের দোলাচল,
সব বাধা অতিক্রম করে
সর্বদা রেখো মনোবল ।

বন্ধু, মনের অনুভবে থেকো সাথে
নির্মল হাসি আর আলোর পরশে,
বন্ধু, সুজন হয়ে থেকো স্নিগ্ধ শিশিরে
মুক্ত-মাধুরীতে মানবিক হরষে ।।
              ***