খোকারা একটু সবুর করো
আসছে বিরাট মেলা,
নানান দেশের বই পাবে সব
মাতবে মনের খেলা ।

সারাটি বছর করেছো পার
নতুন বইয়ের স্বপন দেখে,  
পাবে সেথায় হরেক ররকম
আনন্দে আত্মহারার নতুন রঙ মেখে ।

ছোট বড় সব খোকারা
চলো সবাই হাতে হাত ধরে,
শব্দমালা সেথায় করছে খেলা
জ্ঞানের ভান্ডার তোমাদের দেবে ভরে ।

রঙিন ফেস্টুন উড়বে  চারিদিক
কত বইয়ের কত নামের আনাগোনা,
হই-হট্টগোলের মাঝে নিও চিনে
নতুন বইয়ের অক্ষরগুলো যেন হয় জানাশোনা ।
           ******