উদাসী মনের অন্তঃস্থলে চলে…
বছর শেষে ফিরে দেখা স্মৃতির পাতা,
কত সুখ, কত বেদনার আনাগোনা
উন্মুক্ত করে দেয় আনন্দ-দুঃখের খাতা ।

চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে…
হয়ত: কিছু ক্ষেত্রে মেলে প্রাপ্তি ও সমাধান,
কখনো বা ফিরে দেখা বিয়োগান্তের হিসাব
মন ভারাক্রান্ত করে তোলে, যা বিধির বিধান ।  

তবু, বছর শেষে মন ফিরে খোঁজে
যোগ-বিয়োগের গুরুত্বপূর্ণ ফলাফল,
আকাশের নীল সীমানায় তুফানে ওড়ে
ফিরে দেখা প্রাপ্তি ও অপ্রাপ্তির দল ।

বছর শেষে স্বপ্নপূরণের সার্থকতা বা ব্যর্থতা …
খুঁজে ফেরে চোখের ভাষায়, ভীষণ ব্যাকুলতায়,  
জীবনের প্রতিযোগিতায় চলে এক অনন্ত প্রত্যাশা
পর্যালোচনায় হৃদয় ভরে যায় এক গভীর আকুলতায় ।

বছর শেষে মনে জমা থাকে সৃষ্টির পাহাড়…
বিশ্লেষণে উঠে আসে ফিরে দেখার প্রতীকে বোঝাপড়া,
শেষের প্রহরী দাঁড়িয়ে অভ্যর্থনা জানায়
নতুন বছর হোক মনের মাধুরীতে গড়া ।।
     **