আকাশের বিরহ বেলায়
গোধূলির রঙ মেশে,
উদাসী মেঘের খেলায়
নিদাঘ আসে ভেসে ।
একাকীর নীরব ব্যথায়
মর্মরে গাঁথে ভালোবাসা,
প্রেমের সব কথায়
জাগে মনে আশা ।
স্বপ্ন জড়ায় মুগ্ধতায়
সন্ধ্যা আকাশের তারা,
সবুজ প্রেমের স্নিগ্ধতায়
বনরাজি দেয় সাড়া ।
উচ্ছ্বাস অসীমে ভাসে
মুছিয়ে মোহের অনুরাগ,
সঙ্গীত সুপরিবেশিত আসে
ঘুঁচিয়ে বেদনার বীতরাগ ।
বাঁধন হারা জয়গান
হৃদয়ের গহীনে বাজে,
দুলে ওঠা ঐক্যতান
রূপোলী থালায় সাজে ।
আকাশের তারাগুলি হাসে
দূর হতে দূরে,
মনের সান্ধ্য অবকাশে
বিরহ হারায় সুরে ।।
******