বিড়াল মাসি পড়ছে কাগজ নাকের উপর চশমা ভারী
দেখছে রাগী ভঙ্গিমাতে কার কার সাথে করবে  আড়ি ,
মেজাজ তার নেই ভালো
মুখটা তাই বেজায় কালো,
কথা তার না শুনলে হুলুস্থুল করে দেবে বাড়ি।।
         *****