বিড়াল-মাসি যাচ্ছে মেলায়
সঙ্গে ছানা-পোনা,
মাতবে সেথা মজার খেলায়
শুরু হল তার জাল বোনা ।
সেজে-গুঁজে চলছে মাসি
চেখে দেখবে হরেক খাবার,
মুখে গাল-ভরা ফিকফিকে হাসি
এদিক-ওদিক চায় বার-বার ।
ছানারা সব মানেনা মানা
করছে মেলায় বড় বায়না,
নাগর দোলায় চড়বে বলে দিল হানা
মাসি তাদের ডেকে বলে, ওদিকে সোনা যায়না ।
বাচ্চাদের খেল-কুঁদ-কুঁদ কাণ্ড দেখে
মাসি গেল বেজায় রেগে,
লেজ ফুলিয়ে যায় সে চলে ছানাদের রেখে
ছানারা সব কেঁদে ভাসায় নদীর স্রোতের বেগে ।।
*********