বীর সন্ন্যাসী বিবেকানন্দ তুমি জাগিয়েছিলে
মানুষের মাঝে বিবেক বোধ এই ধরাতলে,
মহান বিবেচনার সাথে রেখেছিলে আদর্শ চিন্তা
সেবার মহান ব্রতের উদাহরণ রেখেছিলে তোমার করকমলে ।
সূক্ষ্ম দূরদৃষ্টির সাথে দূর করতে চেয়েছিলে
হিংসা-দ্বেষ, ধর্মান্ধতা সবার মাঝে জীবন-স্রোতে,
জীবে প্রেম করে করেছিলে ঈশ্বরে বিশ্বাস
নিজেকে উজ্জীবিত করেছিলে সেবা-দানের ব্রতে ।
দেখিয়েছিলে রাস্তা কি করে জয় করতে হয় ভয়-ভীতি
সাহসের সাথে শিখিয়েছিলে মানুষ হবার দিব্যজ্ঞান,
শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আদর্শে অনুপ্রাণিত
স্বামীজি তুমিই আমাদের আদর্শ, পাবার যোগ্য সন্মান ।।
*******