গোধূলির শেষ রক্ত রাগের ছটায়
বিষন্ন মনের বিলাপ বলে কত কথা,
আঁখিতে ভরানো  ছলোছলো বারি
উজাড় করে কত অব্যক্ত ব্যথা ।

জীবনের শেষ বেলায় থামে তরীখানি
অপেক্ষায় থাকে মাঝি, নেবে পারের কড়ি,
হিসেব-নিকেশ এখনো যে অনেক বাকি
কত কথা আছে যে বলার, কাকে তা দেবো ভরি ?

ব্যথায় ভরে ওঠে সর্বাঙ্গ
যেতে নাহি চাই, নিই কিছুটা সময় চেয়ে,
নেবো বিদায় ওগো কর্ণধার
আস্বাদনে থেকে যায় পৃথিবীর স্বাদ তরি খানি বেয়ে ।।
         ***********