অন্তর দহন জ্বালায় থাকে গভীর অন্তঃপুরের ব্যাকুলতা,
কেউ কি জানে সে ব্যথার অন্তস্থলের আকুলতা ?
যন্ত্রণায় দগ্ধ হৃদয় তবু প্রকাশ নাহি পায়,
শোক পরিতাপে নিশ্চুপ হৃদয় অপলক চক্ষু চায় ।
বাঁচার অদম্য নেশা শেষ হয় না আশায়,
অস্তরাগের শেষ ছটা ক্ষীণ দীপ শিখার বাসায়,
শেষ হোক এ ব্যথা নতুন আলোর দিশায় ।।