আয়না ধরে বায়না
দেখবে তার স্বপ্নের মুখ,
আয়না জানেনা এমনটি হয় না
ঘরের মাঝে স্বপ্নিল মনে থাকে শুধুই দুখ ।

অলীক স্বপ্ন দেখেনা সে আর
কারণ জানে সবই অন্তর্যামী ।
তাকে দেখে ভরে মন সবার
ঘুঁচায় মিথ্যে ছবি, সে যে সত্যপথগামী ।

সকল মনের অলিক কল্পনায়  
আয়না দেখায়  সঠিক পথের দিশা,
অন্তরালে এঁকে চলা বাস্তবের আলপনায়
থাকে সে সুখে-দুঃখে, ভুলে অমানিশা ।
                         ******