আতঙ্কের স্রোত বয়ে চলে জীবন ভোর
গ্রাস করে কখনো মৃত্যুর ভয়,
কখনো দুর্ঘটনার ত্রাস
কখনো জরা-ব্যাধির ক্ষয় ।
আতঙ্কে ভরা জীবনের প্রতিটি অধ্যায়
রচনা করে চলেছে কলহ, গৃহ-বিবাদ,
কখনো তাড়া করে ফেরে বাঁচার লড়াইয়ে
ঝড়-ঝঞ্ঝা, জলোচ্ছ্বাসে হয় জীবন বরবাদ ।
আতঙ্কের দিন-রাত্রির খেলায় জমে ওঠে প্রাণ-স্পন্দন
মনে প্রশ্ন জাগে, আঁধার সরিয়ে আসবে কি নব-প্রভাত ?
ডুববে কি নদীর মাঝ-বরাবর গোধূলির আলো
সন্ধিক্ষণে উঠবে নব তারাদের প্রতিবাদ ?
আতঙ্কে ভেসে চলা অপরিপূর্ণ মন
সর্বদা লুকিয়ে পড়ে এক প্রতিবন্ধী-গর্তে,
স্বপ্নালু চোখে প্রতীক্ষায় প্রহর গোনে
আতঙ্ক কবে অদৃশ্য হবে বরাভয়ের শর্তে ?
*******