মনে যদি থাকে সদা-তুষ্টি
প্রানেও আসবে সন্তুষ্টি,
দৃশ্যমান হবে ফুলের শোভার স্ফুটন
আর সাথে শুভ চেতনার পরিস্ফুটন ।
তুষ্টিতে পরিপূর্ণতায় ভরবে আনন্দ
দুঃখে কভু হবে না নিরানন্দ,
ভরিয়ে তোলো মন সদা আত্মতুষ্টিতে
সবাই মেতে উঠবে নতুন সৃষ্টিতে ।।
******