গ্রীষ্মের দহন তাপে প্রাণটা করে ত্রাহী ত্রাহী
আকাশে চায়  সকলে, আসবে কখন বৃষ্টি,
প্রাণীকুল, প্রকৃতি তাপের তরে হয়েছে উদাস  
আশায়  থাকে সবে, নামবে বারিস, হবে  নতুন কৃষ্টি।

দহন-জ্বালা সইতে হবে এটাই কালের নিয়ম
তাই, ধীর পদক্ষেপে আসা বৃষ্টি পড়ুক ঝরে ঝরে,
উতল মনে  ভিজবে সবাই নাচবে পরম সুখে
গাছপালা হবে সজীব, ফুলে-ফলে উঠবে ভরে।

একটু সইতে হবে জ্বালা, যতদিন না আসে বারি
অন্তরে সঞ্চিত থাক তার আশার ধ্বনি,
রিমঝিম ঝিম-ঝিম ঝিম ঝিম সুর তুলে
একদিন ভরিয়ে দেবে কবিতা ও সুরের বাণী।।

        ***