কাশফুলে লাগে দোল
শিউলি ফুলে হাসির বোল,
সাদা মেঘে ভরে নীল আকাশ
চারিদিকে ভরপুর শারদ বাতাস ।

চারিপাশে লেগেছে ম্যাড়াপ বাঁধার ধুম
সবার মনে বেজেছে সুর দুম-তাকদুম,
ছেলে-মেয়ে নিয়ে আসছে উমা মায়ের ঘরে
তাঁরে বরণ করবে সবাই মিলে মনটি ভরে ।।
            *****