সাদা তুলোর পেঁজায়
মেঘ ভাসে আকাশে,
আসছে শরৎ রানী
সুর তুলে বাতাসে ।

আসছে ঘরে উমা
সবার মুখে হাসি,
মন ঐক্যেতে মাতে
হৃদয়ে বাজে বাঁশি ।

কাশে ভরে মাঠ
শিউলি সুবাসের সুধায়,
পুলকে ছড়িয়ে উচ্ছ্বাস
প্রাণ থাকেনা দ্বিধায় ।

ম্যারাপ চলছে বাঁধা
রাত দিনের মাঝে,
সেই আনন্দে সবাই
নতুন খুশিতে সাজে ।

সকলের অপেক্ষা শেষ
ছুটির ঘন্টা বাজে,
শারদোৎসব এখন দোরগোড়ায়
মন লাগেনা কাজে ।।
     ******