ঘন কালো মেঘে আকাশ আছে ছেয়ে
এলো আষাঢ় তার নব রূপ নিয়ে,
তাই সবার মন হয়ে ওঠে মাতাল
রিমঝিম ধ্বনির বৃষ্টিতে চারিদিক উত্তাল।
কৃষক আনন্দে চায় আকাশ পানে
আষাঢ়ের নব বর্ষণে খুশিতে মন টানে,
চাষের জমিতে লাগাবে নতুন ধানের চারা
ফলবে ফসল, প্রাণ হয়ে ওঠে আত্মহারা।
খর-তাপে ক্লান্ত প্রকৃতি ভরে ওঠে নতুন সবুজে
বেলি, জুঁই, মল্লিকা পায় হারানো সৌরভ খুঁজে,
পেয়ারা, জামরুল, কামরাঙ্গায় সাজে বাগান
নব অনুরাগের ছোঁয়ায় ভ্রমর গেয়ে ওঠে গান।
পশু-পক্ষীর দল পায় মুক্তির স্বাদ
গুঞ্জনে-গুঞ্জনে প্রকাশিত হয় তৃপ্তির আস্বাদ,
আনন্দের জোয়ারে ভেসে চলে নবযৌবনা নদীর কলতান
ছলাৎ-ছলাৎ ধ্বনিতে সুর বাঁধে বর্ষার তান।
আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথে পড়ে টান
আবাল-বৃদ্ধ-বণিতার মাথায় বর্ষিত হয় আশীর্বাদের বান,
মা-দুর্গার খুঁটিতে দেওয়া হয় মাটির প্রলেপের পরশ
শারদীয়ার অগ্রিম উৎসবী-বাতাসে ভরে ওঠে মধুর হরষ।
আনন্দ-উচ্ছ্বাসে আষাঢ়, তুমি থেকো শান্ত
ভরা বানে নিজেকে কোরোনা অশান্ত,
বছরে-বছরে এসো তুমি, পরাবো গলে মনোরমার মালা
স্বাগত জানাবো তোমায়, নিয়ে বর্ষার বরণডালা।।