আর ঘুমিয়ো না বন্ধু,
ফুটিয়ে তোলো অন্তরের দূরদৃষ্টি----
সেই আলোতে জাগুক মানবতাবোধ,
মনের আঁধার কেটে হোক সকল মানববোধের সৃষ্টি।

হাতে রেখে হাত শুভ চেতনায়
বলো একসাথে গড়বো সবে ঐক্যের বন্ধন,
ভেদাভেদ ভুলে সর্ব-জীবনের তরে
গড়ে তুলবো মোরা এক নব যুগ-সন্ধিক্ষণ।

শান্তির কল্লোল-ধ্বনি বাজবে আকাশে বাতাসে....
হিমালয়ের কোণে কোণে প্রতিধ্বনিতে,
সিন্ধুর ওপার হতে স্বপ্ন-সুরের রাগিনীতে
দুনিয়া জাগবে মানবতার নতুন আলোর
সন্মোহনীতে।।
           ******