ঘুমিয়ে পড়েছে মেয়েটি, চির ঘুমের দেশে.....
বন্ধ দু'চোখের কোলে শুকিয়ে যাওয়া জলের ধারা,
পরনের ছেঁড়া শাড়ি ও অন্যান্য বস্ত্র অবিন্যস্ত,
সারা শরীর জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ
বহন করে নিজেকে বাঁচানোর নিস্ফল চেষ্টা ।

ওরে  হতভাগারা প্রশ্ন করে দেখ নিজেদের
চেয়ে দেখ নিস্পন্দের শুকনো মুখ পানে
ও কি তোদের মা নয়, নয় তোদের বোন !
কাল যদি তোদের মা বোনেদের এই অবস্খা হয় ?
কাদের দিবি দোষ ? তোরাই হবি সকলের রোস ।

ওরে নারী, ওরে মায়ের জাত, ওঠ ওঠ  এবার
অনেক হয়েছে, আর দেরী নয়
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হোক তোর ধ্বনি,
লজ্জায় মাথা নত হবে পাষন্ড-দলের,
নেই মা কোন ভয়, আসবে ঠিকই জয়
রুখে দাঁড়া, ঠাঁই নেবে তোর পদতলে,
অনুশোচনায় ভরবে ওদের সারা শরীর
আর আর ঘুমাস না মেয়ে, এবার ওঠ জেগে ।
          ********