বহু পথের আছে দিশা,
সে পথ জীবনের, মরণের
কিংবা আধ্যাত্বিক চেতনার পথ ।
সব পথেই চলে আনাগোনার হিসাব
আর সব পথই মিশে যায় বহু পথে
প্রতিটি মানুষের জীবনের অলিগলিতে ।
মোরা সবাই বহু পথের পথচারী
ভিন্ন ভিন্ন মোদের পথের গতি,
কেউ চলে সত্যের পথে
যেখানে খুঁজে পায় জীবনের গতির অপার শান্তি,
কেউ চলে অসত্য অবলম্বনের পথে
যে দুর্বোধ্য পথে পাওয়া যায় না জীবনের সঠিক দিশা ।
জীবনের চলার পথে যেমন আসবে সুখ
ঠিক তেমনই আসবে দুঃখ,
যেমন আসবে আঁধার কালো
তেমনি আসবে আবারো আলো,
চলো পথচারী সব কণ্টক-পথ পেরিয়ে
সুচিন্তন, মানবতা বোধ, বিবেকবোধের পথে
সর্বোপরি জীবনবোধে আপন পথের সীমানায় ।।
******