সেদিন মধ্য রাতে পাষন্ড-মূর্তিগুলো
দুমড়ে মুচড়ে দিয়েছিল মাতৃ-মূর্তিকে
আদিম ক্ষুধা মিটিয়ে
নিংড়ে নিয়েছিল তাঁর প্রাণ-বায়ু,
নপুংসকদের কামনার আগুনে
পুড়ে ছারখার হয়ে গিয়েছিল
তাঁর জীবন-যুদ্ধের সব স্বপ্ন ।
এক লাঞ্ছিত, ধর্ষিত, মৃত মাতৃ-মূর্তির জন্য
লক্ষ লক্ষ মাতৃ-মূর্তি করুণ-আবেগে
আপ্লুত হয়ে সোচ্চার হয়েছিল প্রতিবাদে
রাস্তায় নেমে করেছিল ‘রাত দখল’,
সারা দেশ জুড়ে স্বাধীনতা-দিনের পূণ্য লগ্নে
আবালবৃদ্ধবনিতা যোগ দিয়েছিল সেই দখলে
আর তাঁরা জ্বালিয়েছিল অন্ধকারের আলো ।
এক মাতৃ-মূর্তির জন্য লক্ষ লক্ষ মাতৃ-মূর্তি
প্রচণ্ড বেগে ঝড় তুলেছে দিগন্তে
বিবেকবোধ জাগ্রত করে সবাই এখন এক
লক্ষ্য একটাই, দুর্বৃত্তদের সাজা,
বিচারের আগুনে যেন ঝলসে যায়
নপুংসকদের সারা দেহ
খুবলে খুবলে খেয়ে যাক কাক-শকুনের দল ।।
***