গঙ্গাজলে পূর্ণ পূণ্যঘটে দিয়ে সিঁদুর ফোঁটা
সাথে আম্রপল্লব পুষ্প ডাব বেলপাতা
দুয়ার জুড়ে আঁকি শৈল্পিক আলপনা
শঙ্খ বাজিয়ে শুরু করি বর্ষ বরণের নতুন খাতা ।
বরণডালায় সাজিয়ে ধূপ-ধুনা প্রজ্বলিত প্রদীপ
পরনে সুসজ্জিত শুদ্ধ শুভ চেতনার নব বসন
প্রদীপের দীপ্ত শিখায় সরিয়ে রাখি পুরানো গ্লানি
চন্দন ফোঁটায় চর্চিত করে জানাই নতুনের আমন্ত্রণ ।
নববাসরীয়র নব পরশে মুখরিত আকাশ বাতাস
নব উদ্যমে আগন্তুকের ভেসে আসা সুমধুর ঐক্যতান
সবে মিলে করি তার শুভ আরাধনা
নববর্ষের আমন্ত্রণে সূচনা হোক মানবতার বিতান ।