তোমায় যেদিন প্রথম দেখেছিলেম
মুগ্ধ হয়ে তোমায় ভালোবেসে ফেলেছিলেম,
তারপর তোমার মন বুঝতে চেষ্টা করেছিলেম
অতঃপর, মনের অন্তঃপুরে অনেক ভাবনায় হারিয়েছিলেম ।

অপার আনন্দে নিজেকে ভাসিয়ে দিয়েছিলেম মুক্ত নীলাকাশে
তোমার চোখে চোখ রাখতে চেয়েছিলেম দিগন্তের অবকাশে,
আঁকতে চেয়েছিলেম ভালোবাসার ছবি মনের ক্যানভাসে
অতঃপর, উড়ন্ত পাখি হয়ে মিলতে চেয়েছিলেম তোমার সকাশে ।

কিন্তু, তোমার উপস্থিতি ছিল নীরবতার ছায়ায়
দুবাহু উজাড় করে ডেকে নাওনি রোমান্টিকতার মায়ায়,
বারংবার বিফল মনোরথ করে ব্যর্থ হয়েছ প্রেমের ছবি আঁকায়
অতঃপর, ভালোবাসাকে মূল্য দিয়ে বাতাস দাওনি মনের দাওয়ায় ।

হয়ত: আমার ভালবাসার বাতাস তোমার প্রাণে বয় নি
অথবা আমার ভালোবাসার চাপ তোমার হৃদয়ে সয় নি,
অথবা তোমার মনে আমার ভালোবাসার মূল্যবোধ কোনদিন রয় নি
তাই, আমার মনে তোমার ছবি আঁকা হয় নি ।।
            ********