সুন্দর ছোট্ট আমার গ্রামখানি  
মিলেমিশে থাকি সবাই সেথা,
আম-কাঁঠাল-জাম বাগানের সাথে
বেলি-জুঁই-মল্লিকার সমারোহ যেথা ।

ছোট্ট নদী গ্রামের পাশ দিয়ে যায় বয়ে
শীতল হাওয়ায় জুড়ায় প্রাণ,
শালিক-চড়াইয়ের কলকাকলিতে  
গোধূলির ছায়ায় বাজে মধুর তান ।

গ্রামের পাশেই সবুজ প্রান্তরে মোড়া সুদৃশ্য ক্ষেত  
আঁকা-বাঁকা রাস্তার দু'পাশে ফুঁটে থাকে পলাশ-রাণী,  
সকলে উপভোগ করি এক অপার শান্তির আবেশ
সৌন্দর্যে ভরপুর হয়ে রয় আমার ছোট্ট গ্রামখানি ।।

          *****