দীপাবলির আলোয় কাটে আঁধার
শহর-গ্রাম আলোয়-আলোয় হয় ছয়লাপ,
প্রদীপের আলো, বিজলী-বাতির আলো
আতশবাজির আলোয় আলোকিত হয়ে
উচ্ছলতায় ভরে যায় মন-প্রাণ।
এ আঁধারের আলোয় কাটে মনের কলুষতা
আকাশ হয়ে যায় রঙিন,
আনন্দে উদ্বেলিত হয় প্রকৃতি
বাতাসে ছোটে মনের আবেগ
ঢেকে যায় আলোয়-আলোয় আঁধার।।
***