প্রস্ফুটিত হোক জ্ঞানচক্ষু…
প্রকৃত আলোর উদ্ভাসনে,
মনের আকাশ ধুয়ে যাক…
জোছনার আলোর প্লাবনে ।

হিংসা-দ্বেষ ছিন্ন হোক…
উদ্ভাসিত আলোর পরশে,
ফুলের মত হাসির আলোয়…
অন্তর-গ্লানি সরে যাক হরষে ।

জীবনের মাঝে নব আলো…
জাগুক নতুন প্রাণের সুরে,
বাতাসের বুকে আন্দোলিত হোক…
নবজাগরণ  সোনালী রোদ্দুরে ।

ভুবন ভরুক বিবেকের উচ্ছলতায়…
আলোর গতির অভিযানে,
ভোরের স্বপ্ন সফল হোক…..
স্নিগ্ধ আলোক স্পর্শের সন্মানে ।  

সার্থক হোক জীবনের চলা…
আলোর পরশমনির ছোঁয়ায়,
চঞ্চল হোক চেতনাধারা…
সঞ্চারিত হোক শক্তি, জয়ের উজ্জ্বলতায় ।

পরম উজ্জ্বল জ্যোতির বিচ্ছুরণে…
আসুক মমত্ববোধের বিকাশ,
আলোর শক্তির পরম ভালোবাসায়…
প্রাপ্তিতে ভরুক সকল হিসাব-নিকাশ ।।

               ***