অমানবিকতার আঁধারের নিশায়
চারিদিকে শুধু হাহাকারের আর্তনাদ,
প্রকৃত সন্ধানের পর সঠিক পথের দিশায়
শান্ত হবে  আত্মদহন,  থেমে যাবে ভয়ার্ত নিনাদ।

এক জোটে একসাথে জ্বলে উঠবে ঐক্যের মশাল
অন্ধকারের পর্দা ছিন্ন করে  জ্বলবে মানবতার আলো,
সঠিক পথে এগিয়ে ধরলে বিজয়ের হাল
অন্তরের পরিপূর্ণতার প্রদীপে দূর হবে কালো।।
      ***