বড়ই বিচিত্র এই গতিময় জীবন
কখনো ভরে আলোয়, কখনো আঁধারে গমন,
কখনো তার পথ সোজা, আবার কখনো বাঁকা,
তবুও পরম সত্যের অনন্য উপস্থাপন এই জীবন ।
পরম সত্য চায় জীবন সমৃদ্ধ হোক প্রকৃত ‘সম্পদে’
যেখানে হৃদয় দিয়ে অনুভব করা যায় এক স্বাত্বিক জীবন,
যেখানে স্বাদ আছে, আছে গন্ধ, আসল-তাজা প্রাণ-মন
নকল তৈরি করা নয়, খনি থেকে শ্রেষ্ঠ উত্তোলন ।
অসীম আশা বুকে নিয়ে যাও যদি এগিয়ে
অন্তরের গভীরে উদ্বুদ্ধ করবে এক আক্ষরিক চেতনা,
যেখানে আক্ষরিক অর্থ খোঁজে আকরিক মন
জ্ঞানের আলোকে খুঁজে নিতে হবে নতুন শুভ ঠিকানা ।