আকাশ জুড়ে চাঁদ উঠেছে
কাশের বনে ফুল ফুটেছে,
খোকা-খুকু আয়রে ছুটে
সব বাঁধার বাঁধন টুটে,
জোছনার চাদর গায়ে জড়িয়ে
হিংসা-দ্বেষ ক্ষেদ হারিয়ে,
ঐক্য বন্ধনে গেঁথে মালা
সাজিয়ে দে আজ বরুণডালা,
থাকবে হাসি সবার মুখে
মনটি থাকবে বেজায় সুখে ।।
            ******